Views Bangladesh

Views Bangladesh Logo

বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে মোদির পাশে মমতা

VB Desk,  International

ভিবি ডেস্ক, আন্তর্জাতিক

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

চিন্ময় কৃষ্ণ দাস এবং সনাতন ধর্মাবলম্বীদের ওপর 'নির্যাতন' ইস্যুতে বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি বলেন, ‘কোনও ধর্মের ওপরেই আঘাত আসুক আমি চাই না। এখানে ইসকনের যিনি আছেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। এটা যেহেতু অন্য একটি দেশের বিষয়, তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের পাশেই আছি।’

আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা ব্যানার্জি এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের পর তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ