Views Bangladesh Logo

আমরা অস্ত্রধারীদের মেনে নেব না: র‌্যাব মহাপরিচালক

 VB  Desk

ভিবি ডেস্ক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, দেশে কোনো সশস্ত্র সংগঠন থাকবে এটি আমরা চাই না। বুধবার (১৭ এপ্রিল) বিকালে বান্দরবান সার্কিট হাউজে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি হেলিকপ্টারে রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, জলদস্যুরাও আত্মসমর্পণ করেছে। আমরা তাদেরকেও পুনর্বাসন করেছি। আমরা চাই, যারা বিপথে গিয়েছে, এই সশস্ত্র পথ ছেড়ে দিয়ে তারা যদি মনে করে, আমরা যা করেছি তা ঠিক হয়নি। দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি। তারা যদি আত্মসমর্পণ করতে চায় আমরা তাদের পুনর্বাসন করব। পুনর্বাসনের জন্য যা যা দরকার আমরা তা করব। কিন্তু স্বাধীন দেশে এ ধরনের অস্ত্রধারীদের আমরা মেনে নেব না।

র‌্যাবের মহাপরিচালক বলেন, এরা (কেএনএফ) যতক্ষণ পর্যন্ত শান্তির পথে না আসবে আমাদের যৌথ অভিযান চলমান থাকবে। অভিযান আমরা মাত্র শুরু করেছি। পর্যায়ক্রমে আমাদের অভিযানের মাত্রা বাড়তে থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমা থেকে কেএনএফের লুট করা সরকারি অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমাদের গোয়েন্দা সংস্থাসহ সবাই কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী যে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে সক্ষম হব।

এ সময় অতিরিক্ত মহাপরিচালক (র‌্যাব অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম, জেলা প্রশাসক শাহ্ মোজা‌হিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান সেক্টর সদর দফতরের কর্নেল সোহেল আহমেদ, ডি‌জিএফআইয়ের কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ