অ্যান্টিগা টেস্ট
প্রথম দিনে উইন্ডিজের সংগ্রহ ২৫০, বাংলাদেশের শিকার ৫ উইকেট
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শুক্রবার রাতে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম দিনে খেলা হয়েছে ৮৪ ওভার। এতে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ২৫০ রান, আর বাংলাদেশ শিকার করেছে ৫ উইকেট।
টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ২৫ রানেই দুই উইকেট হারায় ক্যারিবীয়রা, আর তৃতীয় উইকেট হারায় দলীয় ৮৪ রানে। এরপর ১৪০ রানের জুটি গড়েন অলিক আথানেজ ও মিকাইল লুইস। তবে দুজনই আউট হন ৯০-এর ঘরে। লুইস সাজঘরে ফিরেন ২১৮ বলে ৯৭ রান করে আর আথানেজ আউট হন ১৩০ বলে ৯০ রানের ইনিংস খেলে।
দিন শেষে উইন্ডিজের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৫০। জাস্টিন গ্রিভস ১১ ও জশুয়া দা সিলভা ১৪ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেছেন পেসার তাসকিন আহমেদ। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের পেয়েছেন একটি করে উইকেট।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে