Views Bangladesh Logo

ট্রাম্পের উপরে গুলি চালানো কে এই ম্যাথিউ ক্রুকস

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে প্রেসিডেন্ট নির্বাচনে এক নির্বাচনি প্রচারণাতে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে গুলি চালানো হয়।

রবিবার (১৪ জুলাই) এক মঞ্চে দাঁড়িয়ে সমর্থকদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় মঞ্চের বিপরীত দিকের এক ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে গুলি ছোড়েন এক বন্দুকধারী। এই গুলি ট্রাম্পের কান ভেদ করে বেরিয়ে যায়। গুলিতে আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার মঞ্চের সামনে উপস্থিত এক সমর্থকও নিহত হয়েছেন।

অন্যদিকে, সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে নিহত হয় বন্দুকধারী। জানা গেছে, বন্দুকধারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস। তিনি পেলসিভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা।

কে এই টমাস ম্যাথিউ ক্রুকস

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মঞ্চ লক্ষ্য করে গুলি করা টমাস ম্যাথিউ ক্রুকসের বয়স ২০ বছর। ম্যাথিউ তার জন্ম ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অঙ্গরাজ্য পর্যায়ের একটি ভোট-সংক্রান্ত নথিতে দেখা গেছে, ম্যাথিউ ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিবন্ধিত একজন ভোটার।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তথ্য অনুসারে, ম্যাথিউ ২০২২ সালের বেথেল পার্ক হাইস্কুল থেকে গ্রাজুয়েট হয়েছেন।

পশ্চিমাঞ্চলীয় পেলসিলভানিয়ার দ্য ট্রিবিউন রিভিউয়ের জাতীয় গণিত ও বিজ্ঞান উদ্যোগ থেকে ৫০০ ডলারের স্টার পুরস্কারও পেয়েছিলেন ম্যাথিউ। তার কাছে এআর-১৫ সেমি-অটোমেটিক রাইফেল ছিল।

জানা যায়, ম্যাথিউ গুলি করার আগে প্রত্যক্ষদর্শীরা কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্কও করেছিলেন।

ম্যাথিউ ক্রুক ডোনাল্ড ট্রাম্পের মঞ্চ থেকে ১৩০ গজ দূরের একটি ভবনের ছাদ থেকে গুলি করেছিলেন।

পুলিশ জানিয়েছে, ম্যাথিউ ক্রুকস রিপাবলিক্যান দলের ভোটার হয়েও কেন যে, ডোনাল্ড ট্রাম্পের মঞ্চ লক্ষ করে গুলি করেছিলেন, তা এখনো পরিষ্কার নয়।

এতো নিরাপত্তার মধ্যে কীভাবে এমন হামলার ঘটনা ঘটলো তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী যুবকের দিকে আগে থেকেই নজর ছিল স্নাইপারের। তাহলে কেন এই ঘটনা ঘটল? কেন আগেই শুটারকে থামানো গেল না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ