Views Bangladesh

Views Bangladesh Logo

ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলোর কি হবে?

VB Desk,  International

ভিবি ডেস্ক, আন্তর্জাতিক

বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যার বিরুদ্ধে চলমান রয়েছে কয়েকটি ফৌজদারি ও দেওয়ানী মামলা। এখন মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

এখানে তার প্রধান মামলাগুলোর বিস্তারিত এবং নির্বাচিত হওয়ার পর সেগুলোর সম্ভাব্য ফলাফল তুলে ধরা হলো:

নিউ ইয়র্কের হাশমানি মামলা:
চলতি মাসের (নভেম্বর) ২৬ তারিখে ট্রাম্পের সাজা ঘোষণা করার জন্য নির্ধারিত তারিখ। তবে এই মামলাটি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের কারণে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে প্রেসিডেন্টের জন্য কিছু আইনি সুরক্ষা স্বীকৃত রয়েছে।

ওয়াশিংটন ডিসি এবং ফ্লোরিডার ফেডারেল মামলা:
ট্রাম্পের দুটি ফেডারেল মামলার মধ্যে একটি যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনী ফলাফল উলটানোর চেষ্টার অভিযোগ এবং অন্যটি হোয়াইট হাউস ছাড়ার পর গোপন নথি বেআইনিভাবে দখলে রাখার অভিযোগ।

ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার ফলে বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথকে বরখাস্ত করার মাধ্যমে এই মামলাগুলোকে শেষ করার পরিকল্পনা করেছেন। এ বিষয়ে ট্রাম্পের বক্তব্য, ‘ওহ, এটা খুবই সহজ ব্যাপার। এটা খুবই সহজ’।

জর্জিয়ার RICO মামলা:
প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্বে থাকাকালে রাজ্য আদালতে মামলাটি চালিয়ে যাওয়া সম্ভব কিনা তা নিয়ে সাংবিধানিক প্রশ্ন জড়িত রয়েছে।

ই. জিন ক্যারল মামলা:
সাবেক কলামিস্ট ই. জিন ক্যারলের করা মানহানির মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হন এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য হন। এ নিয়ে তিনি আপিলও করেছেন। তবে আদালতের সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি।

নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের সিভিল ফ্রড মামলা:
ট্রাম্প এবং তার ব্যবসা সংক্রান্ত একটি মামলায় প্রায় ৪৫৪ মিলিয়ন ডলার জরিমানা ধার্য করা হয়েছে। ট্রাম্প এই মামলায় আপিল করেছেন এবং জরিমানার পরিমাণ কমানোর জন্য আদালতের বিবেচনার অনুরোধ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ