Views Bangladesh

Views Bangladesh Logo

রমজান কবে শুরু, জানা যাবে সোমবার

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ১০ মার্চ ২০২৪

সন্ন রমজান মাস কবে থেকে শুরু হবে তা আগামীকাল সোমবার সন্ধ্যায় জানা যাবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

রবিবার (১০ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সোমবার (১১ মার্চ) বাদ মাগরিব (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

আগামীকাল সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে পরদিন (মঙ্গলবার) থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং মুসলমানরাও সেদিন থেকে রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে সোমবার রাতেই এশার নামাজের পর তারাবিহ নামাজ পড়া শুরু হবে। আর শেষ রাতে সেহরি খেতে হবে। অন্যদিকে চাঁদ দেখা না গেলে রমজান মাস গণনা শুরু হবে বুধবার থেকে। এক্ষেত্রে মঙ্গলবার এশার নামাজের পর তারাবিহ নামাজ পড়া শুরু হবে ও শেষ রাতে সেহরি খেতে হবে ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ