আবেদ আলীর কাস্টমাররা কোথায়?
আবেদ আলী, পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক। স্বীকার করেছেন তিনি প্রশ্ন বেচে বিশাল ধন দৌলতের মালিক হয়েছেন। আবেদ আলীর প্রশ্নে যারা সরকারি চাকরি পেয়েছেন, তাদের সঙ্গে কি আবেদ আলীর কোনো যোগাযোগ নেই? অবশ্যই আছে। এমন কামেল বান্দার সঙ্গে কেউ যোগাযোগ নষ্ট করে না। কারণ পরের বছর আবারও পরীক্ষা হয়, আবারও আবেদ আলীর কাস্টমাররা তাদের ভাই, বন্ধু, আত্মীয় পরিজনের জন্য প্রশ্ন খোঁজেন। এভাবে আবেদ আলীর বেচা প্রশ্নে ভরে ওঠে সরকারি চাকুরেদের চেয়ার। এভাবে যোগ্যরা ছিটকে পড়ে অযোগ্যদের বড়াই বাড়ে।
আবেদ আলীর এই ঘটনার পর সরকারি চাকুরেরা বিশেষ করে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন, তারা রয়েছেন বিপাকে। একজন আরেকজনের দিকে আড় চোখে তাকিয়ে মনে মনে ভাবতেই পারেন উনি মনে হয় আবেদ আলীর কাস্টমার ছিলেন। অপরজনও যদি একই চিন্তা করতে পারেন; কিন্তু যারা সরকারি চাকরি করেন তারাতো আর সবাই আবেদ আলীর কাস্টমার না। তাহলে আবেদ আলীর কাস্টমারদের জন্য সবাই কেন বিব্রত হবেন।
এখন প্রশ্ন হচ্ছে আবেদ আলীকে ধরা হলো পিএসসির আরও অনেককে গ্রেপ্তার করা হলো কিন্তু কাস্টমাররা কবে ধরা পড়বেন? এদের ধরে শুধু ধরে চাকরি থেকে সরিয়ে দিলেই কি যথেষ্ট হবে, নাকি মাথা মুড়ে ঘোল ঢেলে তপ্ত দুপুরে নগরের পথে পথে হাঁটাতে হবে। রাস্তাভরা মানুষ আবেদ আলীর কাস্টমারদের মুখ চিনে রাখবে। রাজাদের দরবারে এমন বিচার দেখে সাধারণ মনুষ ছি ছি করত। এখন ধিক্কার জানায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
আধুনিক বিচার ব্যবস্থায় এটি সম্ভব না হলেও অন্তত সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে কারা এমন কর্ম করে চাকরি করে যাচ্ছেন। প্রশ্ন ফাঁস করা অপরাধ হলে প্রশ্ন কেনাও অপরাধ। গত বছর সেপ্টেম্বরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রকে ধরেছিল পুলিশ। সে সময় প্রশ্ন কিনে যারা ডাক্তার হওয়ার জন্য পড়া লেখা করছিলেন তাদের ভর্তি বাতিল করা হয়েছিল।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা মাকসুদা আক্তার মালাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের একজন। তিনি অন্যদের সঙ্গে নিজের মেয়েকেও প্রশ্ন ফাঁস করে মেডিকেল কলেজে ভর্তি করিয়েছেন। সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ২০১৫ সালে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত করতে গিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রশ্ন ফাঁস চক্রকে গ্রেপ্তার করে।
এ ধরনের অপরাধের শাস্তি কি হতে পারে? আমরা যদি আবেদ আলীর ঘটনাই দেখি তাহলে দেখা যাবে আবেদ আলীর বিরুদ্ধে প্রশ্ন ফাঁস চক্রে নেতৃত্ব দেয়ার অভিযোগে তাকে পিএসসি বরখাস্ত করেছে। সাধারণ ছাত্রদের ভাগ্য নিয়ে খেলা করার মতো অপরাধী বাইরে কেন? শুধু চাকরিচ্যুতিই কি সাজা হতে পারে। নাকি হওয়া সম্ভব? আবেদ আলীর থাকার কথা ছিল গারদে। কিন্তু এর বদলে ধর্মের কথা শোনাচ্ছেন। উপজেলা চেয়ারম্যান হওয়ার প্রচারণা চালাচ্ছেন; কিন্তু কেউ তাকে নিয়ে কোনো কথাই এত দিন বলেনি। আবেদ আলীদের তাহলে বাড়তে দিয়েছে কারা?
সারাদেশে সরকারি চাকরিতে কোটা প্রথা নিয়ে আন্দোলন চলছে। আদালতের নির্দেশে পুরোনো কোটা প্রথা ফিরে আসলে সারাদেশের ছাত্ররা আন্দোলনে নেমেছে। এখন নির্দিষ্ট একশ্রেণির মানুষ কোটায় চাকরি পেলো আরেক শ্রেণির মানুষ যদি আবেদ আলীদের প্রশ্নে চাকরি পেয়ে যান তাহলে বৃহত্তর জনগোষ্ঠীর কী হবে?
আবেদ আলীর গাড়ি বাড়ির শেষ নেই? দুই যুগ আগে রাজধানীর পীরেরবাগে যে এলাকাতে আবেদ আলী একটা ছোট্ট বাসায় ভাড়া থাকতেন এর পাশেই এখন তার বিরাট অট্টালিকা। এই শহরে তার থাকার এত জায়গা যে এত বড় বাড়িতে তিনি কখনো যান না। কিন্তু এই বাড়িতেই আবেদ আলী প্রথম প্রশ্ন ফাঁস করে মানুষের হাতে হাতে দেয়া শুরু করেছিলেন। এলাকাবাসী বলছে রাতে নাকি এখানে অনেক লোকের আনাগোনা হতো। অর্থাৎ তাদের ধারণা আবেদ আলীর কাস্টমাররা এই বাড়িতে পিএসসির প্রশ্ন কিনতে ব্যাগভর্তি টাকা নিয়ে আসতেন।
একবার ভাবুনতো পেড়া লেখা শেষ করে বিদ্যা বুদ্ধি অর্জন করা একজন মানুষ তার বাবা, মা অথবা পরিবারের অন্যদের বলছে এক আবেদ আলীর খোঁজ পেয়েছি তার কাছে গেলেই প্রশ্ন পাওয়া যায়। সেই প্রশ্ন হুবহু কমন পড়ে। সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে সবাই আবেদ আলীর পীরেরবাগের বাসার দিকে ছুটছে। সবার আবেদ আলীর প্রশ্ন দরকার। প্রশ্ন পেয়ে গেলেন চাকরিও হলো। বেশতো আছেন। এখন হুট করে যদি আবেদ আলী কাস্টমারদের একটা লিস্ট ধরিয়ে দেয় আপনার কি অবস্থা হবে?
এবার আসুন এই ভাবনাটা একটু উল্টো দিক থেকে ভাবি ধরুন আপনি আবেদ আলীর প্রশ্নর ক্রেতা। এতদিনে চাকরিতে বেশ উপরেও উঠে গেছেন। সমাজে আপনাকে মান সম্মান করা লোকেরও অভাব নেই। বউ-বাচ্চা সব নিয়ে সুখের সংসার। এখন আবেদ আলী রিমান্ডে টুক করে আপনার নামটি বলে দিলো। আপনি অস্বীকার করলেন। আপনাকে আবেদ আলীর মুখোমুখি করা হলো। আবেদ আলীর মুখোমুখি বসে আপনি আর অস্বীকার করতে পারলেন না।
যতদিন জেলে ছিলেন ভালোই ছিলেন। বের হলেনতো রাস্তায় সবাই আপনাকে দেখে বলছে ওহ আপনিতো সেই, ওই যে আবেদ আলীর প্রশ্নে পাস করা...... আরও আরও অনেক কিছু। কি করে সইবেন?
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে