Views Bangladesh

Views Bangladesh Logo

র‍‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে হোয়াইট হাউস: সালমান এফ রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৫ মে ২০২৪

হোয়াইট হাউস থেকে জাস্টিস ডিপার্টমেন্টকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার (১৪ মে) রাতে বাংলাদেশে সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সালমান এফ রহমান বলেন, ‘আমরা র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বঙ্গবন্ধুর খুনি রশিদ চৌধুরীকে ফেরানোর কথা বলেছি। লু আমাদের জানিয়েছেন, এ বিষয় দুটি তাদের জাস্টিস ডিপার্টমেন্টে আছে। তাদের জাস্টিস ডিপার্টমেন্ট স্বাধীন। তারা বলেছে এটি পুশ করছে, সাপোর্ট দিচ্ছে। লু গত নির্বাচনের আগে বাংলাদেশে এসে র‌্যাবের উন্নতির প্রশংসা করেছেন। লু বলেছেন হোয়াইট হাউস থেকেও জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে।‘

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ভিসানীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। এর পাশাপাশি এ অঞ্চলে নেপাল-ভুটান থেকে বিদ্যুৎ আনা, জলবায়ু পরিবর্তন, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে ও এ বিষয়ে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে। তবে মিয়ানমারের পরিস্থিতি অনুকূল নয় বলে তাদের চাপ দিতে অসুবিধার কথা জানিয়েছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়াও দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি জলবায়ু পরিবর্তন ইস্যুসহ অনেক খাতে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তবে ভূ-রাজনৈতিক ইস্যুতে চীন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

এ ছাড়াও ফিলিস্তিন প্রসঙ্গে কথা হয়েছে জানিয়ে সালমান এফ রহমান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রও ফিলিস্তিন ইস্যুতে স্থায়ী সমাধান চায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ