ভারতের লোকসভা নির্বাচনে কে জিতলেন?
৪ জুন বিকেল পর্যন্ত ভারতের লোকসভা নির্বাচনের ফল গোনা চলেছে, এর মধ্যে গোনাগুনি শেষ হয়ে গেছে। সাত দফার বিপুল আয়োজনের এই নির্বাচন এপ্রিলের ১৯ তারিখ শুরু হয়ে গত শনিবার (১ জুন) শেষ হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নির্বাচনের এই ফল খুব একটা অপ্রত্যাশিত ছিল না। এটা স্পষ্টই ছিল যে, বিজেপি নেতৃত্বাধীন জোট বিরোধী জোটের ওপর ছড়ি ঘুরাবে।
লোকসভা সাংবিধানিকভাবে জনগণের হাউস, ভারতের দ্বিকক্ষবিশিষ্ট সংসদের নিম্নকক্ষ, যার উচ্চকক্ষ হলো রাজ্যসভা। ৫৪৩টি আসন নিয়ে হাউসটি গঠিত। নির্বাচনের মাধ্যমে ৫৪৩ সদস্য পূরণ করা হয়। সরকার গঠনের জন্য যে কোনো দল বা জোটের সংখ্যাগরিষ্ঠতায় প্রয়োজন ২৭২ আসন। নরেন্দ্র মোদির জোটের প্রধান আঞ্চলিক মিত্ররা এরই মধ্যে তাকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। মোদির এনডিএ জোট-পরবর্তী সরকার গঠনের জন্য কমপক্ষে ২৯৫টি আসন পেয়েছে।
যদিও বিরোধী জোট এই ফল অন্যভাবে ব্যাখ্যা করছে। বিরোধী জোটের প্রধান দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই ফল প্রধানমন্ত্রী মোদির জন্য একটি রাজনৈতিক এবং নৈতিক পরাজয়। এটা জনগণের জয়, গণতন্ত্রের জয়। এই নির্বাচন ছিল মোদি এবং জনগণের মধ্যে লড়াই। আমরা আনন্দের সঙ্গে ফল মেনে নিয়েছি। জনগণ কাউকেই সংখ্যাগরিষ্ঠতা দেয়নি।
এতেই স্পষ্ট ম্যান্ডেট প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে। এটা প্রধানমন্ত্রী মোদির জন্য রাজনৈতিক ও নৈতিক পরাজয়। কারণ বিজেপি তার নামে ভোট চেয়েছে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। দেশের উন্নয়নের জন্য, সংবিধানের জন্য, জনগণের জন্য আমাদের সংগ্রাম চলতে থাকবে।’ কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছেন, ‘সংবিধান রক্ষার জন্য ভারতের সবচেয়ে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন উঠে এসেছেন।’
বিরোধীরা কেন এই ফলকে নরেন্দ্র মোদির দলের পরাজয় হিসেবে দেখছে? এর কারণ ২০১৯ সালে বিজেপি ৩০৩ আসনে জয়ী হয়েছিল। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার সময় মোদির দল পেয়েছিল ২৮২টি আসন। পশ্চিমবঙ্গের দৃশ্য অবশ্য কিছুটা ভিন্ন রকম। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ৩২টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপির আছে ৯টি আসন, কংগ্রেসের মাত্র ১টি।
ফলে তৃণমূল যারপরনাই খুশি। এত ভালো ফলাফল তারা আশা করেনি। যা-ই হোক, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নরেন্দ্র মোদির নেতৃত্বেই আবার সরকার গঠন করতে যাচ্ছে। আপাতত, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে শুধু অভিনন্দন জানাই। বিশাল দেশের ৯০ কোটি ভোটারকে স্বাধীন নির্বাচন কমিশন পরিচালনার ক্ষেত্রে সক্ষমতা প্রদর্শন করেছেন। সামান্য ব্যাপার না!
মহসীন হাবিব: লেখক ও সাংবাদিক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে