Views Bangladesh Logo

কেন হঠাৎ সাফের দায়িত্ব ছাড়লেন হেলাল

০১৫ সাল থেকে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন আনোয়ারুল হক হেলাল। হঠাৎ করেই গত রোববার খবর প্রকাশিত হয়, সাফের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বাংলাদেশের এই সংগঠক। ঠিক কী কারণে দায়িত্ব ছেড়ে দিলেন হেলাল? তাৎক্ষণিত কোনো কারণ জানা যায়নি।

তবে পদত্যাগের কারণ এই প্রতিবেদককে নিজেই বললেন হেলাল- ‘আমি আর দায়িত্ব পালন করছি না। পদত্যাগ করেছি। আমার কিছু বক্তিগত কারণ আছে।’ ব্যক্তিগত কারণের কথা বললেও আরেক প্রশ্নে হেলালের দায়িত্ব ছড়ার ব্যাপারে ধুম্রজাল তৈরি হয়েছে।

সাফের দায়িত্ব পালনে কী আপনার কোনো অনীহা ছিল? হেলাল বলেন, ‘আসলে আমার কোনো অনীহা নেই। আমার আগ্রহ ছিল।’ আগ্রহ থাকা সত্ত্বেও কেন হঠাৎ করে সাফ ছাড়লেন হেলাল? এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

সাফের সভাপতি ও বাফুফের সাবেক সভাপতি কাজী মো. সালাউদ্দিন এই প্রতিবেদককে বলেন, ‘উনি (হেলাল) কী কারণে সাফের দায়িত্ব ছেড়েছেন, উনিই ভালো বলতে পারবেন। আমি উনার পদত্যাগপত্র পেয়েছি। তবে তা এখনো খুলে দেখিনি।’

সাফের সাধারণ সম্পাদকের পদটি বেতনভুক্ত। চলতি বছর চুক্তির মেয়াদ বাড়ান হেলাল। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দেন এক দশক ধরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসা এই সংগঠক।

জানা গেছে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে সাফের নতুন সাধারণ সম্পাদক আসতে পারেন। সম্প্রতি মালয়েশিয়ায় এএফসির সঙ্গে বৈঠক করেছেন কাজী সালাউদ্দিন। সেখানে সাফে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ