Views Bangladesh

Views Bangladesh Logo

বেইলি রোড অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না: হাইকোর্ট

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ৪ মার্চ ২০২৪

রাজধানীর বেইলি রোডের 'গ্রিন কোজি কটেজ' ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের পরিবারকে কেন যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


বেসরকারি মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষ থেকে করা একটি রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

স্বরাষ্ট্র সচিব, রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

বহুতল ভবন, কারখানা ও স্থাপনায় অগ্নিনিরোধক কক্ষ ও সিঁড়ি স্থাপনের কেন নির্দেশ দেয়া হবে না এবং অগ্নিনির্বাপক প্রতিরোধ আইন ও বিল্ডিং কোড আইনে কেন এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত।

এছাড়া আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা কেন অবৈধ হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

সেই সাথে ২০২৩-২৪ সালে বহুতল ভবনে কতটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কী পরিমাণ প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে, সেই সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করতে রাজউক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ