Views Bangladesh

Views Bangladesh Logo

পারিশ্রমিকের প্রতাপে কেন দক্ষিণী অভিনেতাদের জয়জয়কার!

Tasnuva  Purba

তাসনুভা পূর্বা

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ত কয়েক বছর ধরে তারকাখ্যাতিতে বলিউড ইন্ডাস্ট্রিকে পেছনে ফেলে দিচ্ছে দক্ষিণ ভারতীয় অভিনেতারা। ভারতের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে দক্ষিণ ভারতীয় অভিনেতাদের খ্যাতি ছড়িয়ে পড়েছে। সেইসঙ্গে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় বলিউড তারকাদের পাশে যোগ হচ্ছে রজনীকান্ত, থালাপতি বিজয়, আল্লু অর্জুন, প্রভাসের নাম।

বর্তমানে বলিউড এবং দক্ষিণের ইন্ডাস্ট্রিতে সিনেমার মোট বাজেটের একটা বড় অংশ বরাদ্দ থাকে অভিনেতাদের পারিশ্রমিক হিসেবে। কিছু কিছু সিনেমার ক্ষেত্রে এই অভিনেতারা শুধু পারিশ্রমিকই নেন না, সেই সঙ্গে সিনেমাটির লভ্যাংশও শেয়ার করেন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রতি সিনেমার জন্য ২০০ থেকে ২৫০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

এরপরেই আসে তামিল সুপারস্টার রজনীকান্তের নাম। সিনেমাপ্রতি সর্বোচ্চ ১৫০-২১০ কোটি পারিশ্রমিক যুক্ত হয়েছে তার নামের পাশে। রজনীকান্তের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ সিনেমায় তিনি ১১০ কোটি পারিশ্রমিক নিয়েছেন, পরবর্তী সময়ে সিনেমা মুক্তির পর আরও ১০০ কোটি রুপি লভ্যাংশের পারিশ্রমিক যুক্ত হয়ে তা ২১০ কোটি রুপিতে দাঁড়ায়।

এ তালিকার তৃতীয় নাম তামিল সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর, তিনি থালাপতি বিজয় নামে পরিচিত। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমায় বিজয়ের নামের পাশে যুক্ত হয় ১৭৫ কোটি রুপি। প্রায় ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সায়েন্স ফিকশন অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমা মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী রেকর্ড ৯৮ কোটি রুপি আয় করলেও দ্বিতীয় দিনেই বক্স অফিসে বড় পতন, ৫২ কোটি রুপি আয় করছে।

অন্যদিকে বলিউড ওয়েব তথ্য বলছে, মুক্তির প্রথম ১৩ দিনে ‘দ্য গোট’ বিশ্বব্যাপী ২৭০ কোটি রুপি আয় করেছে সেই সঙ্গে বেশ কয়েকটি বক্স অফিস রেকর্ড করেছে, যা ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমা এবং সর্বকালের নবম আয়কারী তামিল সিনেমা। সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকার চতুর্থ স্থানে আছে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির। ‘বাহুবলী’ খ্যাত তামিল সুপারস্টার প্রভাস একটি সিনেমার জন্য ১৫০-১৭৫ কোটি পর্যন্ত পারিশ্রমিক নেন।

শীর্ষ পাঁচের তালিকায় আছে বলিউড সুপারস্টার সালমান খানের নাম। সিনেমাপ্রতি ১২০-১৫০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন বলিউড ‘ভাইজান’। তার সমপরিমাণ পারিশ্রমিক নেন তামিল সুপারস্টার কমল হাসান। তবে শুধু দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির কথা উল্লেখ করলে তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ইন্ডাস্ট্রির মধ্যে পারিশ্রমিকের নিরিখে একক আধিপত্য তামিল অভিনেতাদের।

যদিও বর্তমানে বিশ্বব্যাপী দক্ষিণ ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বাড়ছে। কিছুদিন আগেও ভারতীয় সিনেমা বলতে সবার প্রথমে আসতো বলিউড ইন্ডাস্ট্রির কথা; কিন্তু গত কয়েক বছরে এই ধারণা পাল্টে দিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো।

সিনেমার চিত্রনাট্য হোক কিংবা তারকা, সব দিক থেকেই যেন অনেক এগিয়ে দক্ষিণী তারকারা। মূলত মৌলিক গল্পনির্ভর এবং দক্ষ নির্মাণশৈলীর কারণে দক্ষিণী সিনেমা রিমেক নির্ভর বলিউড ইন্ডাস্ট্রিকে টেক্কা দিচ্ছে। আঞ্চলিক সিনেমার তারকা হলেও দক্ষিণী অভিনেতাদের দাপট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সেই সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রিতেও দক্ষিণী অভিনেতাদের কদর দিন দিন বেড়েই চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ