Views Bangladesh

Views Bangladesh Logo

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ডোয়াইন ব্রাভো

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

য়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার টুইট হ্যান্ডেলে তিনি এ ঘোষণা দেন।

২০২১ সালে আন্তর্জাতিক টি-২০ থেকে বিদায় নেন ব্রাভো; কিন্তু লিগে খেলে যাচ্ছিলেন তিনি। এর মধ্যে সর্বশেষ আইপিএলে তিনি চেন্নাইয়ের কোচিং প্যানেলের সঙ্গে কাজ করেছেন। টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং কোচ পরামর্শক হিসেবে যোগ দেন।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রাভোর। ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছেন ব্রাভো।

দেশের জার্সি গায়ে টেস্টে ২২০০ রান ও ৮৬ উইকেট, ১৬৪ ওয়ানডেতে ২ হাজার ৯৬৮ রান ও ১৯৯ উইকেট এবং ৯১টি টি-টোয়েন্টিতে ১২৫৫ রান ও ৭৮ উইকেট শিকার করেন তিনি।

তবে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেন ব্রাভো। টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮২ ম্যাচ খেলে ৬৯৭০ রান ও ৬৩১ উইকেট শিকার করেছেন তিনি। এই সংস্করণে সর্বোচ্চ ৬৩১ উইকেটের মালিক তিনি।

ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়ার আগেই কোচিং পেশায় জড়িয়েছেন ব্রাভো। গত এক বছরে আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং গত ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের দলের কোচিং প্যানেলে ছিলেন তিনি।

এদিকে এ ঘোষণা পর পরই আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে দলটির মেন্টর হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দেয়।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে, চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এক পর্যায়ে কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোরের সঙ্গে দেখা করেন ব্রাভো। এরপরই দীর্ঘমেয়াদি চুক্তি করতে রাজি হন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ