Views Bangladesh

Views Bangladesh Logo

মার্কিন আদালতে দোষ স্বীকার অ্যাসাঞ্জের

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২৬ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রের একটি আদালতে নিজের দোষ স্বীকার করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

বুধবার (২৬ জুন) দেশটির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জের আদালত কক্ষে মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশের কথা স্বীকার করেন ৫২ বছর বয়সী এই ব্যক্তি।

শুনানি চলাকালে বিচারকের কাছে রসিকতা করে জুলিয়ান অ্যাসাঞ্জ বলেন, ‘তথ্য ফাঁসের জন্য তিনি দোষী।‘

অ্যাসাঞ্জ আরও বলেন, ‘শুনানির ফলাফলের উপর নির্ভর করবে তিনি সন্তুষ্ট কি না।’

শুনানি শেষে অ্যাসাঞ্জের সাজা ঘোষণা করবেন বিচারকরা। তার পাঁচ বছর দুই মাসের কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ উইকিলিকস জানিয়েছে, শুনানি শেষে অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার ক্যানবেরায় যাবেন।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার বলেছে, তার মামলাটি ‘দীর্ঘ সময় টেনে নিয়ে যাওয়া হয়’ এবং ‘তার অব্যাহত কারাবাসের দ্বারা কিছুই লাভ হয়নি।’

এদিকে অ্যাসাঞ্জের মুক্তির জন্য প্রচারণা চালানো সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তার স্ত্রী স্টেলা বলেছেন, তিনি একজন 'মুক্ত মানুষ' হবেন।

বিবিসি রেডিওকে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টা পর্যন্ত আমরা নিশ্চিত ছিলাম না যে এটা আসলেই ঘটছে কি না।’

প্রসঙ্গত, ২০১০ সালে কয়েক হাজার গোপন মার্কিন নথি ফাঁস করার জন্য দীর্ঘদিন ধরে উইকিলিকস ওয়েবসাইটের প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জকে খুঁজছিল ওয়াশিংটন। এ কারণে গ্রেপ্তার এড়াতে ২০১২ সালের জুনে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ। তবে সেখান থেকে ২০১৯ সালে তাকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মার্কিন প্রতিরক্ষা বিষয়ক গোপন তথ্য সংগ্রহ এবং প্রকাশের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।

এরপর দীর্ঘ আইনি লড়াইয়ের পর সোমবার যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পান অ্যাসাঞ্জ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ