সুষ্ঠু নির্বাচন হলে পরাজয় মেনে নেব: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি পরাজয় স্বীকার করতে প্রস্তুত থাকবেন 'যদি সুষ্ঠু নির্বাচন হয়'।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোট শুরুর পর ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। বলেন, 'যদি সুষ্ঠু নির্বাচন হয় আর আমি হেরে যাই, তাহলে আমিই প্রথম ব্যক্তি হব যে এই ফলাফল স্বীকার করে নেবে'
'এখন পর্যন্ত আমি মনে করি, নির্বাচন সুষ্ঠু হচ্ছে'- ফ্লোরিডায় ভোট দেয়ার পর সাংবাদিকদের বলেন সাবেক এই প্রেসিডেন্ট।
ইলেকট্রনিক ভোটিং মেশিন বিষয়ে আগের সমালোচনার পুনরাবৃত্তি করে তিনি বলেন, এসব কাগজের ব্যালটের চেয়ে কম নিরাপদ এবং ফলাফল জানাতেও বিলম্ব করবে।
'তারা সমস্ত অর্থ এই মেশিনের পেছনে ব্যয় করেন। তারা যদি কাগজের ব্যালট, ভোটার আইডি, নাগরিকত্বের প্রমাণ এবং একদিনের ভোট ব্যবহার করতেন, তবে রাত দশটার মধ্যে সব প্রক্রিয়া শেষ হয়ে যেত। এটা পাগলামি'- বলেন ট্রাম্প।
নির্বাচনের পর অশান্তির শঙ্কা এবং সহিংসতা এড়াতে সমর্থকদের আহ্বান জানাবেন কী না, এমন প্রশ্নের সমালোচনা করেন তিনি।
ট্রাম্প বলেন, 'আমাকে তাদের বলতে হবে না যে, কোনো সহিংসতা হবে না। অবশ্যই কোনো সহিংসতা হবে না। আমার সমর্থকরা সহিংস মানুষ নয়'।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে