Views Bangladesh Logo

সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ: জড়িতদের শাস্তি দিতে না পারলে সরে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে তাদের উদ্দেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে যারা সহযোগিতা করেছেন তাদেরকে শাস্তির আওতায় না আনতে পারলে সরকার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) বিকালে দিনাজপুর ডিসি কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে তিনি এ কথা বলেন।

আগের রাতে আবদুল হামিদ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই যাত্রায় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক নওশাদ খান।

আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল থেকে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বঙ্গভবন ছাড়ার দিন তিনি রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা বলেন। তবে প্রবণ গণ-আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং দলীয় প্রধান শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর তাকে দলের দায়িত্ব দেওয়ার বিষয়ে সামাজিক মাধ্যম গুঞ্জন উঠে, যদিও সেটি পরে সত্য প্রমাণ হয়নি।

আওয়ামী লীগ সরকার পতনের পর হামিদের নিজ জেলা কিশোরগঞ্জ শহরের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়, মিঠামইনে নিজের এলাকাতে তার ম্যুরাল ভাঙচুর করা হয়, সবশেষ গত ১৪ জানুয়ারি আন্দোলনের সময় হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আসামি হয়েছেন হামিদের বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও মেজ ছেলে রাসেল আহমেদ তুহিনও।

এই অবস্থায় হামিদের দেশ ছাড়ার বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন। দলটির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ এমনও লিখেছেন যে, যারা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের পক্ষে থাকবে না, তারাও তাদের সঙ্গে থাকবেন না।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে কাছে পেয়ে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুরের নেতাকর্মীরাও।

তিনি যখন ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন, তখন কার্যালয়ের সামনে জড়ো হয়ে হামিদের বিদেশযাত্রা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকে বৈষম্যবিরোধী ছাত্ররা।

বৈঠক থেকে বেরিয়ে উপদেষ্টা আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগের সাথে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় না নিয়ে আসতে পারলে আমি চলে যাব।

তিনি বলেন, যারা এই ঘটনা জড়িত তাদের বিষয়ে তদন্ত করে শাস্তির আওতায় নিয়ে আসব। এটা নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না।

আন্দোলনকারীদের এক প্রশ্নে তিনি বলেন, ঘটনার আগেও ধরা হচ্ছে, ঘটনার পরেও ধরা হচ্ছে। আমি তো অস্বীকার করিনি। ঘটনার দুদিন পরেও ধরা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ