ন্যাটো সদস্যপদের বিনিময়ে পদত্যাগে প্রস্তুত জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন, যদি তার দেশ ন্যাটোর সদস্যপদ লাভ করে এবং ইউক্রেন শান্তি নিশ্চিত হয়, তবে তিনি অবিলম্বে পদত্যাগ করতে প্রস্তুত।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘যদি শান্তি অর্জনের জন্য সত্যিই আমার পদত্যাগ করা প্রয়োজন হয়—আমি প্রস্তুত। আমি এটি নাটো সদস্যপদের বিনিময়ে বিনিময় করতে পারি, যদি এমন শর্ত থাকে’।
এর আগে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচন ছাড়া স্বৈরশাসক’ বলে অভিহিত করেছিলেন।
এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘আমি অপমানিত হইনি, তবে একজন স্বৈরশাসক হলে অপমানিত হত’।
তিনি আরও বলেন, ‘আমি আজ ইউক্রেনের নিরাপত্তা নিয়ে ভাবছি, ২০ বছর পরের কথা নয়। আমি দশকের পর দশক ক্ষমতায় থাকার জন্য আসিনি’।
ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই সামরিক আইন কার্যকর রয়েছে, যার ফলে নির্বাচনও স্থগিত রয়েছে।
আগামীকাল সোমবার রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলেনস্কি।
তিনি বলেন, আমাদের সামনে এক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, একটি সম্মেলন। হয়তো এটি একটি মোড় ঘোরানোর মুহূর্ত হতে পারে, দেখা যাক। ১৩ জন নেতা সরাসরি উপস্থিত থাকবেন এবং ২৪ জন নেতা অনলাইনে যুক্ত থাকবেন।
জেলেনস্কি জানান, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র একটি চুক্তির বিষয়ে অগ্রগতি করছে, যার আওতায় ওয়াশিংটন ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা দেবে এবং এর বিনিময়ে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার থাকবে। ‘আমরা এগিয়ে যাচ্ছি’ উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে কোনো ৫০০ বিলিয়ন ডলারের ঋণী নয়, যা ট্রাম্প প্রায়শই দাবি করেন।
তিনি বলেন, ‘অনুদানকে ঋণ হিসেবে গণ্য করা উচিত নয়।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে