Views Bangladesh

Views Bangladesh Logo

মার্কিন নির্বাচনে জয় হবে ঐতিহাসিক

VB Desk,  International

ভিবি ডেস্ক, আন্তর্জাতিক

মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস, যিনিই জিতুক না কেন, সেটি হবে ঐতিহাসিক।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জয়ী হলে তিনি হবেন দেশের ইতিহাসে ফৌজদারি অপরাধে দোষীসাব্যস্ত হওয়া প্রথম প্রেসিডেন্ট। দুইবার অভিশংসিত হওয়া একজন প্রেসিডেন্টও হবেন ট্রাম্প। ভিন্ন মেয়াদে অরেকবার তিনি নির্বাচিত প্রেসিডেন্ট হবেন। তাছাড়া, পুনর্নির্বাচনের প্রথম চেষ্টায় হেরে যাওয়ার পর ট্রাম্পই হবেন হোয়াইট হাউসে ফেরা ইতিহাসের দ্বিতীয় প্রেসিডেন্ট।

এদিকে কমলা হ্যারিস জয়ী হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী, কৃষ্ণাঙ্গ এবং এশিয়ান-আমেরিকান প্রেসিডেন্ট।

আরও কিছু কারণে এবারের নির্বাচনের প্রকৃতি ঐতিহাসিক বলেই বর্ণনা করেছেন বিশ্লেষকরা।

নির্বাচনি প্রচারের মাঝপথে প্রেসিডেন্ট পদপ্রার্থী অদল-বদল করার সিদ্ধান্ত ছিল ব্যতিক্রমী এবং বিরল। কমলা যেভাবে জোরালো সমর্থন পেয়ে ট্রাম্পের কাছাকাছি অবস্থানে উঠে এসেছেন, সেটিও চমকে দেয়ার মতো।

হিউস্টন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ব্র্যান্ডন রোটিংহাউস বলেন, ‘হ্যারিসের মনোনয়নই ঐতিহাসিক ছিল। তিনি জিতলে ১৯২০-এর দশক থেকে জাতি যে বাধার দেয়াল ভাঙার জন্য লড়াই করে আসছে, তা ভেঙে যাবে।’

ওদিকে, ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনি দৌড়ে নামার ঘোষণা দেয়ার পর থেকে পরবর্তীতে চারটি ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছিলেন। তারই একটিতে তিনি দোষীসাব্যস্ত হন। নির্বাচনি প্রচারের সময় ট্রাম্প দুবার হত্যাচেষ্টার শিকারও হন।

দুই প্রার্থীর নির্বাচনি প্রচারও এবার ছিল খুবই ক্ষিপ্র। জরিপে দুজনের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে থাকা- এসবই এবারের নির্বাচনে ছিল নজিরবিহীন ঘটনা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ