পাকিস্তানের নির্বাচনে এগিয়ে ইমরান খানের দলের সমর্থিত স্বতন্ত্ররা
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ১০০টিরও বেশি আসনের নির্বাচনি ফলাফলে এগিয়ে আছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–সমর্থিত দলের স্বতন্ত্র প্রার্থীরা, জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ভোটগণনা শেষে বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ১৩টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। এরপর আরও কয়েকটি আসনের ফলাফল ঘোষণা করা হয়।
জিও নিউজ বলেছে, যারা জিতেছে তাদের বেশিরভাগই ইমরান খানের দলের সমর্থিত প্রার্থীরা। তারা ১০৬টি আসনের মধ্যে ৪৭টি আসনে জিতেছে।
অন্যদিকে এক্সপ্রেস ট্রিবিউনের প্রকাশিত পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে ইমরান খানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬ আসনে, নওয়াজ শরিফের পিএমএল-এন প্রার্থীরা ৩ আসনে এবং বিলাওয়াল ভুট্টো-জারদারির পাকিস্তান পিপলস পার্টির প্রার্থীরা ৪ আসনে জয় পেয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ১২৫টি আসনে এগিয়ে রয়েছেন ইমরান খানের পিটিআই প্রার্থীরা। অন্যদিকে মাত্র ৪৪ আসনে এগিয়ে আছে প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফের পিএমএল-এন এর প্রার্থীরা। আর বিলাওয়াল ভুট্টো-জারদারির পাকিস্তান পিপলস পার্টি এগিয়ে আছে মাত্র ২৮ আসনে।
পাকিস্তানের পার্লামেন্টে সরকার গঠনের জন্য যেকোনো রাজনৈতিক দলকে ৩৩৬টি আসনের মধ্যে ১৬৯টি আসনে জিততে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে