Views Bangladesh Logo

আফতাব নগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর আফতাব নগরে পাসপোর্ট অফিস থেকে ফেরার পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার নিউটাউন এলাকায়। তিনি মো. আব্দুল কাইয়ুমের মেয়ে। বর্তমানে রাজধানীর বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে বসবাস করতেন।

নিহতের ভাই তানজিম নওশাদ গণমাধ্যমে বলেন, আমি ও আমার বোন আফতাব নগরে পাসপোর্ট অফিসের কাজ শেষে অটোরিকশায় করে ফিরছিলাম। আমরা আমার মেজো বোনের বাসা কালাচাঁদপুরে যাচ্ছিলাম। আফতাবনগরের গেটে নেমে সেখান থেকে বাসে করে যাবার কথা ছিল। কিন্তু গেটে নামার আগেই অটোরিকশার চাকায় আমার বোনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। সঙ্গে সঙ্গে সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ