Views Bangladesh Logo

চান্দের গাড়ি উল্টে বান্দরবানে নারীর মৃত্যু, আহত ৪

বান্দরবানের রুমায় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও চার জন। আজ সোমবার (৪ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার সদর ইউনিয়নের নাজেরাট বমপাড়া এলাকায় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। নিহতের নাম লিংয়ে খুমি (১৮)। তিনি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্যতাই পাড়ার গ্রামের কুহই খুমির মেয়ে।

এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। তারা হলেন প্রুসা অং মারমা (৫৫), থোয়াই সা মং মারমা(৫৫), মংসিং ওয়ং মারমা (২৫) ও লিনাখুমী (১৯)।
খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা ও রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান জানান, আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ