নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল ট্রাক, প্রাণ গেল নারীর
লালমনিরহাটের হাতীবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক বাড়িতে ঢুকে পড়ার ঘটনায় নুরী বেগম নামে এক ঘুমন্ত নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় এক শিশু আহত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) ভোরে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাশে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় একটি ছায়লা ঘরে মা নুরি বেগম ও ৩ বছরের ছেলে আব্দুল্লাহকে রেখে স্ত্রীসহ কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমান সাগর হোসেন। প্রতিদিনের মতো রোববার রাতের খাবার খেয়ে দাদি-নাতি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরের দিকে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বসতঘরে ঢুকে পড়ে। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় ৩ বছরের নাতি আব্দুল্লাহকে জীবন্ত উদ্ধার করে। তবে অনেক চেষ্টা চালিয়ে দাদি নুরি বেগমকে বাঁচাতে পারেনি উদ্ধার কর্মীরা।
হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ইনচার্জ ইমরান হোসেন জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লালমনিরহাট মহাসড়কের পাশেই একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে একজন নারীর মৃত্যু হয়। বাকি সদস্যদের আহতাবস্থায় হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, শিশু আবদুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে