Views Bangladesh Logo

সাতক্ষীরায় নিজের মেয়েকে পুড়িয়ে ও মাকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরায় নিজের তিন মাসের শিশুকন্যাকে পুড়িয়ে হত্যার ঘটনা দেখে ফেলায় মাকেও পিটিয়ে হত্যার মামলায় মানসিক ভারসাম্যহীন শান্তা পারভীন আঁখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতরা হলেন, শান্তার মেয়ে আশরাফী (৩ মাস) এবং মা হোসনে আরা বেগম (৬৫)। গ্রেপ্তারকৃত শান্তা (৩০) সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত খোদাবক্সের মেয়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শান্তা তার মেয়েকে চুলার আগুনে পুড়িয়ে হত্যা করেন। বিষয়টি দেখে ফেলায় শান্তা তার মা হোসনে আরা বেগমকে মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনিও ঘটনাস্থলেই মারা যান। পরিস্থিতির ভয়াবহতায় শান্তাকে আটকে পুলিশে খবর দেন তারা।

সাতক্ষীরা সদর থানার এসআই শিবলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনার পর পরই গিয়ে শান্তাকে গ্রেপ্তার ও নিহত নানি-নাতনির মরদেহ উদ্ধার করেন তিনি।

স্থানীয়রা আরও জানান, পাশের কুশখালী গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী শান্তা সুস্থ-স্বাভাবিক মস্তিস্কের থাকলেও মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছিলেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্বামীর সাথে মেয়ে আশরাফীকে নিয়ে নুনগোলা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে চলে যান আজহার। এরপর দুপুর আনুমানিক দেড়টার দিকে ওই ঘটনা ঘটে। তবে এই জোড়া হত্যার কারণ এখনো জানা যায়নি।

শান্তার ভাবি মহসিনের স্ত্রী নিলুফা ইয়াসমিন এবং প্রতিবেশি করুনা খাতুন ও ছখিনা খাতুনসহ কয়েকজন জানান, শ্বশুরবাড়িতে শাশুড়ি ও ননদসহ অন্যদের সাথে মনোমালিন্যের ঘটনায় বছরখানেক ধরে বেশ অস্বাভাবিক আচরণ করছিলেন শান্তা। রাগ-ক্ষোভ থেকেই নিজের মা ও মেয়েকে মেরে ফেলতে পারেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক নিহত নানি-নাতনির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ