Views Bangladesh Logo

ফেব্রুয়ারিতে নারী বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট চেয়েছিল নারী ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেয়ার পর ফারুক আহমেদ বলেছিলেন, ছেলেদের পর মেয়েদের বিপিএল আয়োজন করা হবে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ জানুয়ারি) বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানালেন, আগামী ফ্রেবুয়ারিতে শুরু হবে নারী বিপিএল।

২০২৩ সালে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর বিসিবি থেকে ঘোষণা আসে নারীদের জন্য আয়োজন করা হবে বিপিএল। প্রায় দেড় বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে নারী বিপিএল। তিনটি দল নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এই আসর।

শুক্রবার চট্টগ্রামে নারী বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম।

তিনি জানান, ৮ থেকে ৯ দিন সময় নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। তিন দলের টুর্নামেন্টে হবে ৭ ম্যাচ।

ফাহিম আরও জানান, বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল নারীদের ক্রিকেটকে কিভাবে এগিয়ে নেয়া যায়। তারই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত।

তিনি বলেন, ‘আমরা আশা করছি এ বিপিএল নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।’

এদিকে জানা গেছে, তিনটি দলের মধ্যে ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল নারী বিপিএলে থাকতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ