Views Bangladesh

Views Bangladesh Logo

নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

নেপালের কাঠমান্ডুতে সপ্তম নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার (১৭ অক্টোবর)। বর্তমান চ্যাম্পিয়ান বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী রবিবার (২০ অক্টোবর)। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি দিয়ে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে সাবিনাদের দল।

অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে ২০২২ সালে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। এবারও ট্রফি ধরে রাখতে বদ্ধপরিকর দলটি। সংবাদ সম্মেলনে শিরোপা ধরে রাখা কঠিন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে টুর্নামেন্টে দলের লক্ষ্য ও পরিকল্পনার কথা জানান সাবিনা।

এই চ্যাম্পিয়নশিপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী দল। তবে তাদের ইংলিশ কোচ পিটার বাটলার তাদের জয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী। কারণ, দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যারা খেলাটি পরিবর্তন করতে পারেন। খেলোয়াড়রা তাদের দক্ষতায় আত্মবিশ্বাসী এবং মাঠে ভালো পারফরম্যান্স করতে প্রস্তুত।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।

এবার সাতটি দেশ অংশ নিচ্ছে। 'এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান এবং 'বি' গ্রুপে রয়েছে স্বাগতিক নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। সেমিফাইনাল ২৭ অক্টোবর এবং ফাইনাল ম্যাচ হবে ৩০ অক্টোবর।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ