বেক্সিমকোর বন্ধ কারখানাগুলো চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চক্রবর্তী বাসস্ট্যান্ডের কাছে একটি কারখানার সামনে এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় তাদের হাতে ‘সব কারখানা খুলে দাও’ এবং ‘৪০,০০০ পরিবারের বাঁচার পথ খুলে দাও’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
প্রতিবাদে অংশ নেওয়া শ্রমিকরা কারখানা বন্ধের ফলে তাদের জীবিকার ওপর পড়া মারাত্মক প্রভাবের কথা উল্লেখ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া একজন শ্রমিক বলেন, ‘আমরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মকর্তাদের, কর্মচারীদের এবং অংশীদারদেরকে আমাদের এই দাবির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানাই। কারখানা বন্ধের ফলে ৪০,০০০ পরিবার প্রভাবিত হচ্ছে, যারা এই কাজের উপর নির্ভরশীল। আমরা সব কারখানা পুনরায় চালু, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালুর (ব্যাক-টু-ব্যাক এলসি চালুসহ) এবং বকেয়া পাওনার নিষ্পত্তির দাবি জানাই, যাতে আমাদের চাকরি এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত হয়।’
গাজীপুর শিল্প পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট মো. আবু তালেব জানিয়েছেন, পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি বলেন, ‘সকাল থেকে শ্রমিকরা মানববন্ধনে অংশ নেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে