Views Bangladesh Logo

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের কোনাবাড়ীতে জরুন এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন।

সোমবার (০১ এপ্রিল) সকাল ৬টা থেকে কেয়া নীট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে। ওই কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক রয়েছে বলে জানা গেছে। কারখানার ও তার আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এদিকে শ্রমিকদের অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ওই পথে চলাচলকারী স্থানীয় জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারির বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও দিচ্ছে না। দীর্ঘদিন ধরে তারা টালবাহানা করে আসছেন। এ কারণে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

একাধিক শ্রমিকের সাঙ্গে জানা যায়, বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

কাশিমপুর জোনের শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার বলেন, বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে। মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ