Views Bangladesh Logo

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

রানের উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীরা। এ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্বনেতারা।

শোকবার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাইসি একজন অসামান্য রাজনীতিবিদ। তাঁর মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি।

রাইসির মর্মান্তিক মৃত্যুকে ইরানের জনগণের জন্য একটি বড় ক্ষতি বলে বর্ণনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি সি চিন পিং ।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তিনি তাঁর প্রিয় ভাই রাইসির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রাইসির মর্মান্তিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এজন্য দেশটিতে এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, রাইসিসহ ইরানের অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, এই কঠিন সময়ে ইরানের সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করছেন।

রাইসির মৃত্যুর খবরকে বেদনাদায়ক বলে অভিহিত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তিনি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

রাইসির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে এই দুর্ঘটনাকে একটি অকল্পনীয় ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, এ ঘটনায় তাঁর দেশ অত্যন্ত মর্মাহত ও দুঃখিত। তিনি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।

এ ঘটনায় ইরানের জনগণের শোকের অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ।

এ দুর্ঘটনায় রাইসিসহ ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন, নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি তারা সমবেদনা জানাচ্ছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, রবিবার (১৯ মে) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ