Views Bangladesh Logo

তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়: ট্রাম্প

তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তার নেতৃত্ব এটি ঘটতে বাধা দেয়া হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ামিতে একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। খবর এএনআইয়ের।

ট্রাম্প বলেন, যদি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অব্যাহত থাকত, তাহলে বিশ্ব ইতোমধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ত।

তিনি আরও বলেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধে কারও কোনো লাভ নেই, কিন্তু এটি খুব দূরে নয়। আমি এখনই আপনাদেরকে এটা বলতে পারি, এটি খুব দূরে নয়। যদি আমাদের এই প্রশাসন (জো বাইডেন) আরও এক বছর ক্ষমতায় থাকত তাহলে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করতেন। তবে আমরা মনে করি না যে, এটি কখনও ঘটবে।’

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এসব যুদ্ধের কোনোটিতে অংশগ্রহণ করবে না। তবে তিনি সেগুলো বন্ধ করবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই নির্বোধ, শেষ না হওয়া যুদ্ধগুলো বন্ধ করব। আমরা নিজেরা এতে অংশ নেব না। তবে আমরা সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাধর থাকব। যদি কখনও যুদ্ধ বাধে তাহলে এমন কেউ নেই যে, আমাদের কাছাকাছি আসতে পারবে। তবে আমরা মনে করি না যে, এটি কখনও ঘটবে।’

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ইলন মাস্কের একটি মন্তব্যকে উদ্ধৃত করে ডোনাল্ড ট্রাম্প বলেন, "এলন মাস্ক: ইউক্রেন বিষয়ে প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি একদম সঠিক। এটি সত্যিই দুঃখজনক যে, এত বাবা তাদের সন্তানদের হারিয়েছেন আর এত সন্তান তাদের বাবাকে হারিয়েছে এই অর্থহীন যুদ্ধে।‘

এদিকে গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি আক্রমণ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের জন্য ইউরোপের তুলনায় ২০০ বিলিয়ন ডলার বেশি ব্যয় করেছে। অথচ ইউরোপের আর্থিক অবদানে যুক্তরাষ্ট্র কোনো লাভবান হচ্ছে না।

তিনি অভিযোগ করে বলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে এমন এক যুদ্ধে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগে রাজি করিয়েছেন, যা তিনি বিশ্বাস করেন যে জেতা সম্ভব নয়। তিনি ইউক্রেনে নির্বাচন না হওয়ার বিষয়টিও ইঙ্গিত করে জেলেনস্কিকে "একনায়ক" হিসেবে অভিহিত করেন।

ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘ভাবুন তো, একজন মাঝারি মানের কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি, যিনি এমন এক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ৩৫০ বিলিয়ন ডলার ব্যয় করাতে রাজি করিয়েছেন, যা জেতা সম্ভব নয় এবং যার কখনও শুরুই হওয়া উচিত ছিল না। তবে এটি এমন একটি যুদ্ধ যা যুক্তরাষ্ট্র এবং 'ট্রাম্প' ছাড়া তিনি কখনও মীমাংসা করতে পারবেন না।’



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ