Views Bangladesh

Views Bangladesh Logo

কোটার বিষয়টি বিচারাধীন, আন্দোলন করা উচিত নয়: অ্যাটর্নি জেনারেল

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

সোমবার, ৮ জুলাই ২০২৪

রকারি চাকরিতে (সাবেক প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সোমবার (৮ জুলাই) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্ট কোটা বহাল রাখার যে আদেশ দিয়েছিলেন সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে। এই মুহূর্তে আদালতের প্রতি ওনাদের (শিক্ষার্থীদের) আন্দোলনটা না করাই উচিত হবে বলে আমি মনে করি। ওনাদের বলব আদালতে যে বিষয়টা বিচারাধীন, সেই বিষয়টা রাজপথে না আনা। কারণ এটা আদালতে তো আছেই, বিচারটা হচ্ছে, হবে; সেই ক্ষেত্রে ওনাদের আমি একটু ধৈর্য ধরতে অনুরোধ করব। আমি জানি না আন্দোলনটা ওনারা কেন করছেন? আমি মনে করি আন্দোলনটা না করাই ভালো।

তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবার এ বিষয়টি আপিল বিভাগে আবার শুনানির জন্য আসবে। আমরা বুধবারও যদি পূর্ণাঙ্গ রায় পাই তাহলেও সিপি (নিয়মিত আপিল) করব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ