৭ মার্চ ও শোক দিবস বাতিলের প্রতিবাদে ডাকা কর্মসূচিতে হামলা
৭ মার্চ এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা করেছে একদল দুর্বৃত্ত।
শনিবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ডাকা ওই কর্মসূচিতে অংশ নিতে কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা জড়ো হলে হামলা করা হয়। পরে বিক্ষোভ না করেই চলে যান তারা।
হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আয়োজক সংগঠন ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৌমিত্র দেবও আহত হয়েছেন।
উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, কারা আমাদের ওপর হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। তবে ধারণা করছি, যারা ৭ মার্চ এবং ১৫ আগস্টকে ধারণ করে না, তারাই হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করেছে।
সৌমিত্র দেব বলেন, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা না থাকা একটি দেশের জন্য অশনিসংকেত। ৭ মার্চ এবং ১৫ আগস্ট এদেশের মানুষ অন্তরে লালন করে। কিছু সরকারি সিদ্ধান্ত কিংবা দুর্বৃত্তদের দিয়ে হামলা করে মানুষের অন্তর থেকে এসব দিবস মুছে ফেলা যাবে না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে