Views Bangladesh

Views Bangladesh Logo

রাশিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

০২৫ সালে রাশিয়া সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বেইজিংয়ে নিযুক্ত মস্কোর রাষ্ট্রদূত ইগর মরগুলভ।

ইগর মরগুলভ বলেন, ‘দ্বিপাক্ষিক বিভিন্ন কর্মসূচি নিয়ে যথাযথ পরিকল্পনা সক্রিয়ভাবে তৈরি করা হচ্ছে। অগ্রাধিকারের দিক থেকে বলা যেতে পারে এটি গোপন বিষয় নয়, আগামী বছর চীনের রাষ্ট্রপ্রধান রাশিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে।’

তবে এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য জানায়নি।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে চীন সফর করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় তিনি দুই দেশের মধ্যে ‘সীমাহীন অংশীদারিত্ব’ ঘোষণা করেন। এর কয়েকদিন পরই রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে।

২০২৩ সালে শি জিনপিং তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্রেমলিনে তাঁকে "প্রিয় বন্ধু" হিসেবে অভ্যর্থনা জানানো হয়।

ইগর মরগুলভ আরও বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার চলা ৩৪ মাসব্যাপী যুদ্ধের নিন্দা করা থেকে বিরত রয়েছে চীন। সংঘর্ষের ভিত্তি বুঝতে পেরেছেন তারা। কারণ চীনও একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ওপর চাপ বাড়াচ্ছে।’

মরগুলভ অভিযোগ করেন, ন্যাটো তাদের সামরিক অবকাঠামো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থানান্তরের পরিকল্পনা করছে।

তিনি আরও বলেন, ‘রাশিয়া ও চীনকে যৌথভাবে মার্কিন নীতির জবাব দিতে হবে। পশ্চিমারা যেভাবে রাশিয়া ও চীনের ওপর ‘দ্বৈত চাপ’ প্রয়োগ করছে, সেক্ষেত্রে আমাদের ‘দ্বৈত প্রতিক্রিয়া’ জানানো জরুরি।’

এদিকে ইউক্রেন যুদ্ধের শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে চীন ও ব্রাজিল। এতে যুদ্ধক্ষেত্রের সীমারেখা স্থায়ী করার এবং উভয় পক্ষের নিরাপত্তা স্বার্থ বিবেচনার কথা বলা হয়েছে।

রাশিয়া এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে। তবে ইউক্রেন তাদের নিজস্ব শান্তি পরিকল্পনা পেশ করেছে, যার মধ্যে ন্যাটো সদস্যপদের আবেদনও অন্তর্ভুক্ত। ইউক্রেন চীন-ব্রাজিলের প্রস্তাবকে রাশিয়ার স্বার্থ রক্ষার প্রচেষ্টা হিসেবে প্রত্যাখ্যান করেছে।

বর্তমানে রুশ বাহিনী ইউক্রেনের প্রায় ২০% অঞ্চল নিয়ন্ত্রণ করছে এবং সাম্প্রতিক সময়ে তাদের অগ্রগতি যুদ্ধের প্রথম দিকের গতির মতো দ্রুত।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ