Views Bangladesh Logo

শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গণপিটুনিতে নিহত

বরিশাল নগরীর ধান গবেষণা সড়ক এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গণপিটুনিতে নিহত হয়েছে।  নিহত সুজন, ২৪, নগরীর ধান গবেষণা সড়ক এলাকার মনির হোসেনের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শনিবার (১৫ মার্চ) বিকেলে অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয়া হয়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজনের মৃত্যু হয়।

তিনি জানান, শুক্রবার (১৪ মার্চ) বিকালে জিয়ানগর এলাকায় এক শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এতে শিশুটি অসুস্থ হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় সুজনকে আসামি করে শিশুটির মা বাদী হয়ে শনিবার থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।

এদিকে এ অভিযোগ অস্বীকার করেছেন নিহত সুজনের মা মঞ্জু বেগম।  তার অভিযোগ, তার ছেলে নির্দোষ। মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় তাকে ফাঁসানো হয়।


পরে ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংশা করার জন্য কয়েকজন প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় স্থানীয় বাধন, বাচ্চু, স্বর্না ও সাদ্দামসহ ১০/১৫ জন গাছের সাথে বেধে ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে। এদিকে সন্তান হত্যার বিচার দাবি করেছেন মঞ্জু বেগম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ