ইউটিউবার জেক পল হারালেন মাইক টাইসনকে
একতরফা পরাজয়ে শেষ হলো হেভিওয়েট বক্সিং তারকা মাইক টাইসনের প্রত্যাবর্তন। জনপ্রিয় ইউটিউবারে পরিণত হওয়া মুষ্টিযোদ্ধা জেক পলের কাছে ৮০-৭২, ৭৯-৭৩ এবং ৭৯-৭৩ এর বড় ব্যবধানে হেরে গেছেন তিনি।
শুক্রবার (১৫ নভেম্বর) টেক্সাসের আর্লিংটন এটিএন্ডটি স্টেডিয়ামে আট রাউন্ডের খেলায় স্বল্পসংখ্যক ঘুষি মারতে সক্ষম হন ৫৮ বছর বয়সী টাইসন। ২৭ বছরের পল উচ্চতর গতি এবং নড়াচড়া ব্যবহার করে তার প্রবীণ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে স্বাচ্ছন্দ্যেই আধিপত্য বিস্তার করেন। বিশেষত
তৃতীয় রাউন্ডে ঘুষির পর ঘুষিতে প্রাক্তন অবিসংবাদিত হেভিওয়েট চ্যাম্পিয়ন টাইসনকে বেশ বিপাকেই ফেলে দেন কনিষ্ঠ যোদ্ধা পল।
চূড়ান্ত পরিসংখ্যান বলছে, টাইসনের ৯৭টি ঘুষির মধ্যে মাত্র ১৮টি এবং পল ২৭৮টি ঘুষির মধ্যে ৭৮টিকে লক্ষ্যবস্তুতে ছোঁয়াতে পেরেছেন।
সারা বিশ্বের লাখ লাখ দর্শক টিভির পর্দায় আর প্রায় ৭০ হাজার দর্শক স্টেডিয়ামে সরাসরি খেলাটি দেখেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে