প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু
ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সংলাপ শুরু হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবেন। বিকেল ৩টায় সংলাপ শুরু হয়েছে।
জানা গেছে, আজকের সংলাপে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, জাতীয় পার্টিসহ (আন্দালিব) আরও কয়েকটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
সর্বশেষ গত ৫ অক্টোবর কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা সংলাপ করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে