‘সবার জন্য মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১৩ আগস্ট) বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক লক্ষ্য হচ্ছে সবার জন্য মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করা। সেই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষকে মানুষ ও মাটির সন্তান হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ‘আমাদের মানবাধিকার ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য।’
ড. ইউনূস বলেন, ‘আপনি শুধু বলবেন আপনি মানুষ, আপনি বাংলাদেশের নাগরিক, এটা আমার সাংবিধানিক অধিকার এবং আপনাকে তা নিশ্চিত করতে হবে। আপনার শুধুমাত্র এই একটাই দাবি, অন্য কিছু না।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, আইনের চোখে সবাই সমান, বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ‘আমি এখানে বলতে এসেছি যে, আমরা সবাই সমান, এখানে কোনো বিভেদ তৈরি করার সুযোগ নেই।’
এ ছাড়াও বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, ‘দয়া করে আমাদের এটা প্রতিষ্ঠা করতে সাহায্য করুন, ধৈর্য ধরুন, আমরা তা প্রতিষ্ঠা করতে পারি কিনা তা পরে বিচার করা যাবে। যদি আমরা তা করতে না পারি তাহলে আমাদের দোষারোপ করুন। এটাই মূল কথা।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে