Views Bangladesh

Views Bangladesh Logo

বিমসটেক সম্মেলনে ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

গামী নভেম্বরে আঞ্চলিক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১ অক্টোবর) জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ ও সমসাময়িক ইস্যু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি। কারণ, আমাদের প্রধান উপদেষ্টা যেদিন নিউইয়র্কে পৌঁছেছেন তার আগের দিন চলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। কমনওয়েলথে হবে না (২১-২৬ অক্টোবর দ্বীপ রাষ্ট্র সামোয়ার রাজধানীর আপিয়ায় কমনওয়েলথ সম্মেলন)। কারণ, ওখানে যাবেন না ভারতের প্রধানমন্ত্রী। আগামী মাসে বিমসটেক সম্মেলনে ড. ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠক হবার সম্ভাবনা আছে।

তিনি বলেন, পরস্পরের স্বার্থে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ দেখিয়েছে ভারত-বাংলাদেশ। ভিসা প্রক্রিয়া দ্রুতই চালুর বিষয়ে কথা হয়েছে। নিরাপত্তা নিয়ে কথা হয়েছে ভারতের সঙ্গে। নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ