Views Bangladesh

Views Bangladesh Logo

ইউএনজিএ’র অধিবেশনে ছাত্র অভ্যুত্থানের বীরত্ব তুলে ধরবেন ইউনুস

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

গামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

তিনি তার ভাষণে গত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন।

এ ছাড়াও রাজনৈতিক পরিবর্তনের পরে রাষ্ট্রের মেরামত করার জন্য তার সরকারের নেওয়া সংস্কার এজেন্ডাগুলিও তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।

এর আগে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদে তার বক্তৃতা দেয়ার সময় বাংলাদেশের শিক্ষার্থীদের ৫ আগস্ট বিপ্লবের বীরত্বের কথা তুলে ধরবেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা কীভাবে তাদের জীবনের মূল্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো একটি সফল বিপ্লব ঘটাতে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করে তা প্রধান উপদেষ্টার ভাষণে প্রতিফলিত হবে।

এ ছাড়াও অধ্যাপক ইউনূস বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং নির্বানি ব্যবস্থা সংস্কারসহ অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা উপস্থাপন করবেন বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে জনগণ ও তার সরকারের দর্শন বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করবেন প্রধান উপদেষ্টা।

বাংলাদেশ কীভাবে একটি গর্বিত ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে নিজেকে তুলে ধরবে তা প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন।

শফিকুল আলম বলেন, ভবিষ্যত বাংলাদেশের জন্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের আশা-আকাঙ্খার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস ভূ-রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। এ ছাড়াও তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ