Views Bangladesh Logo

ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন, জানালেন জয়শঙ্কর

গামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের ফাঁকে নয়াদিল্লির কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের জন্য চিঠি দেয় বাংলাদেশ। তবে গত ২১ মার্চ ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সরকারের তিনটি সূত্রের বরাত দিয়ে জানায়, তাদের এই বৈঠকটি হচ্ছে না।

কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেননি। শনিবার (২২ মার্চ) দেশটির সংসদীয় পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর জানান, এই বৈঠকটি বিবেচনাধীন রয়েছে।

সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন, ২ থেকে ৪ এপ্রিল অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় পরামর্শক কমিটির সদস্যরা তাকে জিজ্ঞাসা করেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন কি না। স্পষ্ট কোনো উত্তর না দিয়ে জয়শঙ্কর বলেন, ‘এটি বিবেচনাধীন রয়েছে।’

এদিকে এর আগেই প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছিল, জয়শঙ্কর এই পরামর্শক কমিটির সদস্যদের কাছে সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের আন্দোলনের ব্যাপারে জানতে তারা জানতে পেরেছিলেন। কিন্তু তারা এতে হস্তক্ষেপ করতে পারেননি।

তার কারণ হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, হাসিনার ওপর ‘প্রয়োজনীয় প্রভাব’ খাটানোর মতো ক্ষমতা তাদের ছিল না। তারা কেবল স্বৈরশাসক হাসিনাকে ‘পরামর্শ’ দিতে পেরেছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ