রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণে বাঁচলেন জেলেনস্কি ও গ্রিক প্রধানমন্ত্রী, নিহত ৫
ইউক্রেনের বন্দর শহর ওডেসাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আর এ হামলায় নিহত হয়েছেন পাঁচজন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। স্থানীয় সময় বুধবার (৬ মার্চ) এই হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ওডেসা শহরের যে স্থানে রাশিয়ান ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়েছে, সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরেই ছিল জেলেনস্কি ও মিৎসোতাকিসের গাড়ি বহরটি।
সিএনএনের বরাত দিয়ে ইউক্রেনের নৌবাহিনীর একজন মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক জানিয়েছেন, হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহতের সংখ্যা আরও বেশি। তবে জেলেনস্কি বা মিৎসোটাকিস তাদের কেউই আহত হননি।
হামলার পর ওডেসায় জেলেনস্কি বলেন, ‘আমরা আজ এই হামলা হতে দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কার সাথে যুদ্ধ করছি, তারা কোথায় আঘাত করছে তা তারা চিন্তা করে না। আমি এখনও বিস্তারিত জানি না। তবে আমি জানি যে, হামলায় আজ সেখানে অনেকে মারা গেছেন এবং আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদেরকে প্রথমত নিজেদেরকে রক্ষা করতে হবে। এটি করার সর্বোত্তম উপায় হলো আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।’
এ ব্যাপারে গ্রিসের প্রধানমন্ত্রী মিৎসোতাকিস সাংবাদিকদের বলেন, বিমান হামলার সাইরেন বেজে ওঠার আগে জেলেনস্কি আমাকে দেশটির ওডেশা শহরটি ঘুরিয়ে দেখাচ্ছিলেন, যেটি বিগত মাসগুলোতে রাশিয়ার চালানো হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি আমাদের জন্য এটা সবচেয়ে সেরা উদাহরণ যে, এখানে একটি সত্যিকারের যুদ্ধ চলছে। প্রতিদিনই এখানে যুদ্ধ সংঘটিত হয়, যা শুধুমাত্র সৈন্যদেরকেই প্রভাবিত করে না, এটি আমাদের নিরীহ বেসামরিক নাগরিকদেরকেও প্রভাবিত করে।’
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে জানিয়েছে, মস্কোর স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে ওই হামলা চালানো হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে