নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন না বাইডেন: হোয়াইট হাউস
নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে নির্বাচনী দৌড় থেকে জো বাইডেন সরে দাঁড়াচ্ছেন না বলে জানালেন হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক নির্বাচনি বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পরে বুধবার সাংবাদিকদের তিনি এ কথা জানান।
গত সপ্তাহে প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয় বাইডেন ও ট্রাম্প। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাটদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে জরিপে দেখা গেছে, নির্বাচনের আগে একজন বদলি প্রার্থী খোঁজার বিষয়টির ওপর ভিতরে ভিতরে জোর দিচ্ছে ডেমোক্র্যাট পার্টির অনেকে।
নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের খবরে জানানো হয়, ৮১ বছর বয়সী বাইডেন তার প্রধান মিত্রদের কাছে স্বীকার করে বলেন-তার ব্যাখা পুননির্বাচিত হওয়ার পক্ষে ছিল। যদিও জনগণকে আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছেন যে, তিনি এখনও এই পদে (প্রেসিডেন্ট) আছেন।
এই প্রতিবেদনগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করে মুখপাত্র কারিন জিন-পিয়েরে জোর দিয়ে বলেন, বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই।
তিনি আরও বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট এই দৌড় প্রতিযোগিতায় রয়েছেন এবং এটা পরিষ্কার।
অন্যদিকে প্রচারণাকালে এবং দলীয় কর্মীদের সঙ্গে ফোনালাপে বাইডেন জোর দিয়ে বলেছেন, তিনি সরে দাড়াচ্ছেন না।
নির্বাচনি প্রচারণাকালে ঘনিষ্ঠ একটি সূত্রকে বাইডেন বলেন, ‘আমি এই দৌড়ের শেষ পর্যন্ত আছি এবং আমরা জিততে যাচ্ছি। কারণ ডেমোক্র্যাটরা যখন একত্রিত হবে তখন আমরা সব জায়গায় জিতবো, যেভাবে আমরা ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছি। ২০২৪ সালে আবারও আমরা তাকে পরাজিত করতে যাচ্ছি।’
পরে হোয়াইট হাউসে ডেমোক্র্যাটিক গভর্নরদের সঙ্গে এক জরুরি বৈঠকে একই বার্তাটি পুনর্ব্যক্ত করেন তিনি। যারা তাকে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন।
মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর একজন উদীয়মান তারকা। সেই সঙ্গে তাকে ভবিষ্যতের সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দেখা হলেও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "যেহেতু প্রেসিডেন্ট আমাদেরকে অব্যাহত বলতে থাকেন এবং আমাদেরকে দেখাতে থাকেন সব ব্যাপারে তিনি আছে....আমরা বলেছিলাম যে আমরা তার পাশে থাকবো।’
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেন, ‘তিনি আমাদের মনোনীত।’
তিনি আরও বলেন, ‘সে নির্বাচনটা জিততে চায় এবং আমি তাকে সমর্থন করি।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে