শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান আইনজীবী পান্না
গণহত্যার অভিযোগে করা মামলায় সুযোগ হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে ব্রিফিংকালে বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ ইচ্ছা ব্যক্ত করেন তিনি।
ঢালাওভাবে করা মামলা অতীতের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে বলেও অভিযোগ করেন আইনজীবী পান্না। বলেন, 'এটা দেশের জন্য ভালো কিছু নয়। বরং এতে নিরাপরাধ মানুষের হয়রানি বাড়বে'।
সকালে জুলাই-আগস্টের হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে