শেষ ম্যাচে জিম্বাবুয়ের জয়, বাংলাদেশের হার
সিকান্দার রাজা এবং ব্রায়ান বেনেটের হাফ সেঞ্চুরিতে পাঁচ ম্যাচের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে সান্ত্বনামূলক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এর ফলে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারল না টাইগাররা। ব্যবধান দাড়াল ৪-১।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫৭ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ওপেনার ব্রাইন বেনেট আর অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটিং তাণ্ডবে ১ বল হাতে রেখেই ৫ উইকেটের দাপুটে জয় পায় জিম্বাবুয়ে।
রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশকে পাঠায় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তবে টপ অর্ডারের ব্যর্থতার কারণে শুরুটা ভালো হয়নি।
কারণ দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই দুই টপ অর্ডার সৌম সরকার ও তানজিদ তামিমের বিদায়। তাদের পর মিডল অর্ডারে নামা তাওহীদ হৃদয় রানের খাতা খুলতেই বেনেটের বোলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন। এতে দলীয় স্কোর দাঁড়ায় ১৫ রানে ৩ উইকেট। এ অবস্থায় মিডল অর্ডারে নামা অধিনায়ক শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদের সাবধানী ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ১৫৭ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংসে মাহমুদউল্লাহ ৪৪ বলে ৫৪ রান করেন। এ ছাড়াও শান্ত ৩৬(২৮), সাকিব আল হাসান ২১(১৭) ও জাকের আলী ২৪(১১) রান করেন। অন্যদিকে জিম্বাবুয়ের পক্ষে মুজারাবানি ও বেনেট দুটি করে উইকেট নেন।
জবাবে রান তাড়া করতে নেমে ১৮ দশমিক ৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। দেখেশুনেই এগোতে থাকে সফরকারীদের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও মারুমানি। তবে মারুমানির বিদায়ের পর এক প্রান্ত আগলে রাখেন বেনেট । অপর প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় দেন অধিনায়ক সিকান্দার রাজা। তাদের হাফ সেঞ্চুরিতে শেষ ম্যাচে সান্ত্বনামূলক জয় পায় সফরকারীরা।
জিম্বাবুয়ের পক্ষে বেনেট ৭০ (৪৯) রান করেন আর সিকান্দার রাজা ৭২(৪৬) রানে অপরাজিত থাকেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে