Views Bangladesh Logo

3-member team formed to investigate Ziaul Ahsan’s illegal wealth

 VB  Desk

VB Desk

The Anti-Corruption Commission (ACC) has decided to investigate allegations of acquiring illegal wealth against Ziaul Ahsan, former director general of the National Telecommunication Monitoring Centre (NTMC).

A three-member investigation team was formed to this end on Wednesday (18 December), ACC Director General Md Akhter Hossain told reporters.

The team, led by ACC Deputy Director (Research and Investigation-8) Md Salahuddin, includes Assistant Director Ranjit Kumar Karmakar and Deputy Assistant Director Md Jabed Hossain Sajal.

Ziaul, who was a two-star ranked Bangladesh Army officer, was relieved from service by the army on 6 August, a day after the Awami League government was ousted in a mass uprising.

Until then, he had been serving as the chief of National Telecommunication Monitoring Centre since 2022. Prior to that, he served in the Rapid Action Battalion.

Ziaul had taken the army's refuge fearing a threat to his personal security. The army handed him over to the police on 15 August night. Police later showed him arrested in a case filed at New Market Police Station over the killing of Shahjahan Ali during the quota reform protests on 16 July.

On 16 October, he was also shown arrested in another case filed with New Market police station over plotting to abduct and murder Col (retd) Md Tauhidul Islam Chowdhury in December 2018.

এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের দুর্নীতির খোঁজ শুরু

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে তিন সদস্যের কমিটি আজ বুধবার অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছে দুদক।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন জিয়াউল আহসান—এমন অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।

গত ১৫ আগস্ট রাতে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। এর মধ্যে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা আছে।

গত ১৫ বছর আলোচিত ও প্রভাবশালী কর্মকর্তা জিয়াউল আহসান সবশেষ এনটিএমসির মহাপরিচালক ছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরদিন তাঁকে এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

Leave A Comment

You need login first to leave a comment

Trending Views