পদ্মা সেতু করার আগে প্রয়োজন ছিল প্রাথমিক বিদ্যালয় করা
আমাদের সবচেয়ে বেশি সংস্কার দরকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরে। এই শিক্ষানীতি তৈরি হয়েছিল ১৮৫৪ সালে, ইংরেজদের হাতে। সেখানে মূল ব্যবস্থা ছিল কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে একটা স্কুল প্রতিষ্ঠা করেন তাহলে সরকার ১০ শতাংশ মঞ্জুরি দেবেন। এখনো সেই নাম আমরা বহন করে চলেছি, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’ নামে। ব্রিটিশ সরকার এই মঞ্জুরি দিত নিম্ন বিদ্যালয়কে, আপনি বিদ্যালয় তৈরি করবেন, জমি দেবেন, বিল্ডিং তৈরি করবেন, ব্রিটিশ সরকার শতকরা ১০ ভাগ খরচ দিবে শিক্ষকদের বেতনের জন্য। সেই ঐতিহ্য এখনো চলছে।